বনগাঁয় রাস্তার দাবিতে পঞ্চায়েতের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে নালিশ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ ফেব্রুয়ারি: রাস্তার বেহাল দশা। পঞ্চায়েতে বারবার দাবি জানিয়েও লাভ হয়নি। গ্রামে কেন্দ্রীয় মন্ত্রী ঢুকতেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে লিখিত নালিশ জানালেন কয়েকশো মহিলা গ্রামবাসী। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের গাড়াপোতা পঞ্চায়েতের চাঁদা জামতলা এলাকায়৷ অভিযোগ, ওই অঞ্চলটি বিজেপির দখলে। তাই তৃণমূলের প্রধান জানিয়ে দিয়েছে তৃণমূলকে ভোট দিয়ে আগে জিতিয়ে আনবেন তবেই ওই অঞ্চলের রাস্তা হবে।

স্থানীয় সূত্রের খবর, বনগাঁ ব্লকের গাড়াপোতা পঞ্চায়েতের চাঁদাজামতলা এলাকায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল। খানাখন্দে ভরা, দিনের বেলায় যাতায়াত করা গেলেও রাতের বেলায় জীবন হাতে চলাচল করতে হয়। দীর্ঘ ১৫ বছর ধরে ওই রাস্তায় কোনো কাজ হয়নি। পঞ্চায়েতে গেলেই গ্রামবাসীদের বলা হয় ওই অঞ্চলে বিজেপির সদস্যকে জিতিয়েছেন তাই, তাকেই বলুন রাস্তা করে দিতে। এদিন গ্রামবাসীরা জানতে পারে এলাকায় আসছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রাস্তার পাশে হাতজোড় করে দাঁড়িয়ে মন্ত্রীর কনভয় থামিয়ে বেহাল রাস্তা দেখালেন গ্রামের মহিলারা। এদিন দুপুরে শান্তনুবাবু বাগদার আউলডাঙ্গাতে বিজেপির একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন৷

গ্রামবাসী শীলা সূত্রধর, সীমা ঢালি ও ইলা বিশ্বাসরা বলেন, “গত ভোটে এলাকায় জিতেছিল বিজেপি৷ তাই পঞ্চায়েতের পক্ষ থেকে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে না৷ যদিও শান্তনুবাবু বলেন, সাংসদ কোটার টাকা সব থেকে বেশি পেয়েছে বাগদা। আরও এক বছর আগে আমাকে বলা উচিৎ ছিল, তাহলে এই রাস্তা অনেক আগেই সংস্কারের কাজ সম্পূর্ণ হতো। তিনি বিক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের আশ্বাস দেন, দ্রুত এই রাস্তার জন্য টাকা আমি পঞ্চায়েতের হাতে তুলে দেব। আপনারা পঞ্চায়েতে গিয়ে রাস্তার দাবি জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *