পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততো চলছে রাজ্যজুড়ে। বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপির বুথ সভাপতি অঙ্কন নিয়োগীকে মারধরের অভিযোগও উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের গোপীনাথপুর এলাকার। মঙ্গলবার রাত ৯টা নাগাদ বিজেপির ঘাটাল সংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস আনন্দপুর থানায় আহত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যান এফআইআর দায়ের করতে।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দেব বলেছিল কেশপুরে সৌজন্যে রাজনীতি করতে। তাহলে দেবের কথা কি এখন আর শুনছে না তৃণমূল নেতৃত্ব। তিনি আরো বলেন যে, তৃণমূল কংগ্রেস আবারো মারধরের রাজনীতি শুরু করেছে, শেষটা কিন্তু খুব খারাপ হবে। যদিও শাসক দলের পক্ষ থেকে এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।