সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মে: উত্তর প্রদেশের আউরিয়ায় মৃত পুরুলিয়ার ৬ পরিযায়ী শ্রমিকের পরিবারের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে তুলে দেওয়া হল। রবিবার, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো রাজ্য সরকারের হয়ে ক্ষতিপূরণের চেক তুলে দেন। ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাতো প্রমুখ।
এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ১০ হাজার টাকা করে পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হয়। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি স্বজন হারা পরিবারের হাতে রাজ্যের সমব্যথী প্রকল্পের ২ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে। ওই পরিবারগুলিতে পর্যাপ্ত খাদ্য সামগ্রী দেওয়া হয়। দেহ আনতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরপ্রদেশের আউরিয়া জেলার মিহৌলিতে পৌঁছায় একটি দল।