জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মে: শনিবার সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও বসেছিল জাতীয় লোক আদালত। এদিন জেলার মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল ও গড়বেতা আদালতে মোট ১৮ টি বেঞ্চ বসে। তাতে ৬ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে।
জেলা আইনী পরিষেবা বিচারক অমিতাভ মুখার্জি জানান, ব্যাঙ্ক, বিদ্যুৎ, রেল, গাড়ি বীমা, পুলিশি মামলা সহ অন্যান্য যেসব মামলা দীর্ঘদিন ধরে চলছিল তা দু’ পক্ষকে বসিয়ে ফায়সালা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আইনী পরিষেবার পক্ষ থেকে বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত নির্যাতিতাদের হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান। ২০২০ সালের ৩০ টি মামলার মধ্যে ১৭ টি মামলায় ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। খুন, দুর্ঘটনায় অঙ্গহানি, ধর্ষণ মামলার ক্ষেত্রে এই ক্ষতিপূরণ দেওয়া হয়।

