১০০ কোটি টাকার মদ বিক্রির সঙ্গে ১০০ কোটি মানুষের টিকাকরণের তুলনা, বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২৪ অক্টোবর:
দুর্গাপূজার সময় মদ বিক্রিতে এবার রেকর্ড আয় হয়েছে রাজ্য সরকারের। সেই বিষয়টাকেই এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণের সঙ্গে তুলনা করলেন পুরুলিয়া রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরী। তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, রাজ্য সরকার পুজোয় ১০০ কোটি টাকার মদ বিক্রি করেছে, আর কেন্দ্রীয় সরকার একই সময়ে ১০০ কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন করেছে। তাঁর এই বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে পুরুলিয়া জেলাজুড়ে। তার এই মন্তব্যে সমালোচনা করেছে তৃণমূল নেতৃত্ব।

আজ বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ী রঘুনাথপুর ১ নম্বর ব্লক প্রাথমিকস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সংবর্ধনা দেন। তিনি বলেন, একশো কোটি মানুষকে প্রথম ডোজ দেওয়া সম্ভব হয়েছে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায়। তাই বিজেপির পক্ষ থেকে তাঁদের সম্বর্ধনা জানানো হল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর মন্তব্যে শোরগোল পড়েছে শাসকদলের অন্দরে।

বিবেকানন্দবাবু বলেন, “সম্প্রতি ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গে নজির সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের নজির হল ক’দিন আগে দুর্গাপূজাতে একশো কোটি টাকা মদ বিক্রি করে লাভ হয়েছে। পাশাপাশি কোভিড–১৯ এর লড়াইয়ে নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে ১০০ কোটি ডোজের টিকা সম্পন্ন হয়েছে।” বিজেপি এই বিধায়কের মন্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে পুরুলিয়ায়। শাসক দলের নেতা তথা পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি বলেন, “একজন বিধায়ক হয়ে এরকম মন্তব্য করা ঠিক নয়। আবগারি দফতর সারা দেশে বিভিন্ন রাজ্যে তাদের আয় করে থাকে। এর সঙ্গে কোভিডের বিষয় জড়িয়ে দায়িত্ব জ্ঞানহীনের পরিচয় দিয়েছেন এই বিধায়ক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *