রামায়ণ স্রষ্টা মহর্ষি বাল্মীকির সঙ্গে তালিবানদের তুলনা! উর্দু কবি মুনাবর রানার বিরুদ্ধে দায়ের এফআইআর

আমাদের ভারত, ২৪ আগস্ট: হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে উর্দু কবি মুনাবর রানার বিরুদ্ধে মধ্যপ্রদেশ পুলিশ এফআইআর দায়ের করল। মহাকাব্য রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকির সঙ্গে তালিবানদের তুলনা করেছেন এই উর্দু কবি।

মুনাবার রানার বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করেন মধ্যপ্রদেশের বিজেপির অনগ্রসরশ্রেণি মোর্চার রাজ্য সম্পাদক সুনীল মালব্য ও বাল্মিকী সম্প্রদায়ের সদস্যরা। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় মুনাবর রানা বলেছিলেন, “রামায়ণ লেখার পর ঈশ্বর হয়েছিলেন বাল্মিকী। তার আগে উনি ডাকাত ছিলেন। ব্যক্তির আচরণে পরিবর্তন আসতে পারে। সেভাবেই তালিবানরা এখন সন্ত্রাসবাদি। কিন্তু তারাও বদলাতে পারে।” এই মন্তব্যের প্রেক্ষিতে মালব্য অভিযোগ করেন, মহর্ষি বাল্মিকীকে তালিবানের সঙ্গে তুলনা করেছেন উর্দু কবি। মহর্ষি বাল্মীকির তুলনা তালিবানদের জঙ্গিদের সঙ্গে করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন।

গুনা জেলার পুলিশ সুপার রাজিব মিশ্র জানিয়েছেন, কোতোয়ালি থানায় রানার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সেটা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট জেলায়(উত্তরপ্রদেশের লখনৌ)। উর্দু কবির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০২ ধারায় মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *