সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মে: পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বাঘমুন্ডি থানার ব্যবস্থাপনায় একটি কমিউনিটি বাজারের আয়োজন করা হয়। থানা চত্বরে আয়োজিত ওই বাজারে নানা রকম সবজি, মুড়ি, বিস্কুট ও অন্যান্য খাদ্য সামগ্রী স্টল করে রাখা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশের অভ্যর্থনা নিলেন স্থানীয় দুঃস্থরা।
দুঃসময়ে এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে স্বস্তি পেলেন বাঘমুন্ডির দুঃস্থরা। টানা লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষরা চরম সমস্যায় পড়েছেন। হাতে নেই টাকা। জীবন ধারণের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করার ক্ষমতা হারিয়েছেন অনেকে। এই অবস্থায় পুলিশের এই উদ্যোগ কিছুটা হলেও রসদ পেলেন তাঁরা।