আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুন: করোনা পরিস্থিতিতে কমিউনিটি কিচেন চালু করল বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ)। শুক্রবার গোয়ালতোড় আঞ্চলিক শাখা কমিউনিটি কিচেন ব্যবস্থার মাধ্যমে ২৩০০ জন মানুষকে দুপুরে রান্না করা খাবার পরিবেশন করেছে।

এদিন শিক্ষক সংগঠনের উদ্যোগে চারাগাছ রোপণ কর্মসূচিও নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপদ তারণ ঘোষ, সদর মহকুমার সম্পাদক জগন্নাথ খান, প্রাক্তন বিধায়ক কৃষ্ণপ্রসাদ দুলে, গোয়ালতোড় জোনাল সম্পাদক শ্যামল ঘোষ ও সভাপতি ভগীরথ লোহার, কর্মসূচি রূপায়ণে এলাকার বাম ছাত্র-যুব ও প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ সাহায্যের হাত বাড়িয়ে দেন।

