ফেসবুক গ্ৰুপ ঐক্যতান ও ইচ্ছের উদ্যোগে কৃষ্ণনগরে কমিউনিটি কিচেন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ জুন:
একদিকে করোনা ও অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক মানুষ তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে বিভিন্ন সেবামূলক সংগঠন।

এই সমস্ত প্রান্তিক মানুষের সহযোগীতায় এগিয়ে এল নদিয়া জেলার কৃষ্ণনগরের ফেসবুক গ্ৰুপ কৃষ্ণনগর ঐকতান। তাদের এই কাজে সহযোগিতা করেছে কৃষ্ণনগরের সেবামূলক সংগঠন ইচ্ছে। দুটি গ্রুপের সদস্যরা সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে শুরু করে তাদের কাজ। গ্রামের মহিলারা একজোট হয়ে সহযোগিতা করেন রান্নায়।তাদের সহযোগিতায় ৪০০ জন প্রান্তিক মানুষের একবেলার আহারের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদর কোর্টের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর শ্রী রতন কুমার বিশ্বাস সহ এলাকার যুবক সম্প্রদায়।

অরিন্দম দেব ও ভাস্বতী সিংহ রায় যৌথ বিবৃতিতে জানান “এলাকার প্রান্তিক মানুষের কথা ভেবেই এই উদ্যোগ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *