জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ আগস্ট: সবংয়ে একটি কাঠের সেতু ভেঙ্গে যাওয়ায় পূর্ব মেদিনীপুরের ময়না, ভগবানপুর, পটাশপুর ব্লকের ১২টি গ্রামের দশ হাজার মানুষ যাতায়াতের সমস্যায় পড়েছেন।
শনিবার জলের তোড়ে সবংয়ের লাঙলকাটায় কপালেশ্বরী নদীর উপর থাকা একটি কাঠের সেতু ভেঙ্গে যাওয়ায় সবংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নদীর ওপারে থাকা পূর্ব মেদিনীপুরের ওই বারোটি গ্রামের।

সোমবার এলাকা পরিদর্শনে যান পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, সাংসদ মানস ভুইঁঞা, বিধায়ক গীতারানি ভুইঁঞা, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি এবং সেচ দপ্তরের আধিকারিকরা।
জেলা শাসক জানান, এখানে নদীর উপর একটি পাকা সেতু করার জন্য তিনি রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাবেন। তাঁর কথায়, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সবংয়ের সঙ্গে ময়না পটাশপুর ভগবানপুর বিচ্ছিন্ন হয়ে
পড়েছে। সেই সঙ্গে সবংয়ের ৫ টি বুথ এলাকার প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত সমস্যায় পড়েছেন।

