আমাদের ভারত, ১৫ জুন: আগেই পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই নির্দেশের পুর্নবিবেচনার আর্জি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশন ফের আদালতে গিয়েছে। শুক্রবার সেই মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি শিব জ্ঞানম।
প্রধান বিচারপতি বলেছেন, আদালতের নির্দেশ মানার বদলে না মানার জন্য যা যা করা যায় তাই করছে কমিশন। তেমনটা হলে হাইকোর্ট চুপ করে বসে থাকবে না। দরকারে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হবে।
কমিশনের বক্তব্য, তারা পর্যালোচনা করে স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর জেলা, এলাকা বা বুথের এমন কোনো তালিকাই তৈরি করেনি। হাইকোর্ট যা বলেছে তাতে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেই প্রেক্ষিতেই পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সেই মামলায় বড় মন্তব্য করলেন প্রধান বিচারপতির বেঞ্চ।
প্রধান বিচারপতি কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেছেন, আদালতের ভেতরে এবং বাইরে রাজ্য নির্বাচন কমিশন দু’রকম মনোভাব দেখাচ্ছে। বুধবার মনোনয়ন পর্বে ভাঙড় সড় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় অশান্তি ও হিংসার ছবি ধরা পড়েছে। সেইসব প্রসঙ্গ উল্লেখ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, আদালত সাধারণ ভোটারদের নিয়ে চিন্তিত। কমিশন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। উল্টে আদালত যা বলেছে তাকে না মানার মনোভাব প্রকাশ করছে।