আমাদের ভারত, ৮ অক্টোবর: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জোর কদমে এস আই আর- এর প্রস্তুতি সেরে নেওয়ার বার্তা দিল নির্বাচন কমিশন। বুধবার রাজ্যে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় কমিশনের আধিকারিকদের। এস আই আর- এর প্রস্তুতিতে আগামী সাত দিনের ডেড লাইন দিয়েছেন তারা বলে খবর।
আজকের বৈঠকে ছিলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখা ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এসবি জোশি, উপসচিব অভিনব আগারওয়াল। জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তারা। যদিও উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকার জেলা শাসকরা এই বৈঠকে থাকতে পারেননি
সূত্রের খবর, এস আই আর- এর প্রস্তুতি ঠিক কতদূর তা নিয়ে জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন কমিশনের আধিকারিকরা। আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এনুমারেশন ফর্ম ছাপানোর জন্য প্রস্তুতি পর্ব সেরে রাখতে বলা হয়েছে।
বাংলায় মোট ভোটার প্রায় ৭.৬৫ কোটি। প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম দেওয়া হবে। যার একটি জমা নেবে বি এল ও। অন্যটি থাকবে ভোটারের কাছে।সুতরাং অন্তত ১৫ কোটি ফর্ম লাগবে। দিল্লি থেকে ফর্মের সফট কপি জেলায় জেলায় পাঠানো হবে। ছাপানোর দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দেওয়ার কথা। এস আই আর- এর বিজ্ঞপ্তি প্রকাশের চার থেকে পাঁচ দিনের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ ফর্ম ছাপানোর কাজ শেষ করা যায়। সেইভাবে প্রস্তুতি পর্ব সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আজকের বৈঠকে।

