অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৬ জানুয়ারি:
“মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী বীরভূমের ভোটার তালিকায়। সমাজমাধ্যমে তৃণমূলের চাঞ্চল্যকর দাবি।” একটি বাংলা সংবাদ চ্যানেলে প্রচারিত এই খবরের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন।
বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূলও। ওই অভিযোগ সামাজিক মাধ্যমে ভাসিয়ে সৌরভ নামে জনৈক সফটওয়ার ইঞ্জিনিয়ার এক্স হ্যান্ডলে লিখেছেন, “বিশ্বাস করুন আর নাই করুন, মহারাষ্ট্রের আসন্ন সাঙ্গিলা জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন বিজেপি মহিলা প্রার্থীর নাম পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের ভোটার তালিকায়ও রয়েছে। শুধু তাই নয়, তিনি বাংলায় এসআইআর কার্যক্রমেও অংশ নিয়েছেন।”
খবরটি প্রকাশ্যে আসায় কমিশনের তরফে দুবরাজপুরের বিএলও-কে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়। তথ্য-প্রমাণ সহ বিএলও তাঁর রিপোর্ট পাঠিয়েছেন কমিশনে। তাতে লেখা হয়েছে, “উজ্জ্বলা আপ্পা ব্রুঙ্গালে নামে ওই মহিলা ও তাঁর স্বামী আপ্পা শঙ্কর ব্রুঙ্গালে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের ১৯৪ নম্বর পার্টে ১০ বছরেরও অধিককাল ধরে ছিলেন। পরে ২৫৩ সাঙ্গিলা বিধানসভা কেন্দ্রেও উজ্জ্বলা নাম তোলেন।
যেহেতু তিনি মহারাষ্ট্রের ভোটার, দুবরাজপুর থেকে নাম কাটিয়ে দিতে আবেদন করেছেন।”

