Vice President, Jagdeep Dhankhar, জগদীপ ধনখড় পদত্যাগ করতেই উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু কমিশনের

আমাদের ভারত, ২৩ জুলাই: এক রকম নাটকীয় ভাবেই দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তার পদত্যাগ ঘিরে নানা জল্পনা চলছে। সেই ইস্তফার ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াও শুরু করে দিল নির্বাচন কমিশন।

বুধবারে এই নিয়ে কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী তারা এই উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবে। তারা ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।

ইতিমধ্যেই ইলেক্টোরাল কলেজ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে কমিশন। সংসদের দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত মনোনীত সাংসদদের নিয়েই ইলেক্টোরাল কলেজ গঠিত হয়। পাশাপাশি রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের নাম চূড়ান্ত করা হচ্ছে। অতীতে কিভাবে উপরাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে কমিশন।

মেয়াদ পূরণের আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফার ঘটনা একেবারে বিরল নয় ভারতে। অতীতেও দেশের দ্বিতীয় বৃহত্তম সাংবিধানিক পদ থেকে পদত্যাগ করেছেন আরো দুই উপরাষ্ট্রপতি, ভি ভি গিরি ও আর ভেঙ্কট রামন।

অনেকের মতে ধনখড়ের বিদায়ের পর যে উপনির্বাচন হবে, সংখ্যার হিসেবে তাতে সরকার পক্ষের প্রার্থীর জয় অবধারিত। তবে আদর্শগত বিরোধিতার প্রশ্নে নিজেদের প্রার্থী নিশ্চয়ই দেবে বিরোধী জোট “ইন্ডিয়া”। সে বিষয়ে তারা ভাবনা চিন্তাও করছে বলে সূত্রের খবর।

তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি পুরো পাঁচ বছরের জন্যই পদে থাকবেন। ধনখড়ের ছেড়ে দেওয়া দু’-বছরের জন্য নয়। স্বাভাবিকভাবে ২০১৭ সালের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত ছিল এবং নির্বাচিত সেই উপরাষ্ট্রপতির মেয়াদ হতো ২০২৭ সাল পর্যন্ত, কিন্তু এবার তা পাল্টে পরেরটি হবে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের পর অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *