পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসসিয়েশনের পক্ষ থেকে আজ অতীতের যশস্বী ক্রীড়াবিদ প্রয়াত ভোলানাথ দত্তের স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি হয় মেদিনীপুর কলিজিয়েট স্কুল প্রাঙ্গণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীত দিনের দিকপাল ক্রীড়াবিদ, ক্রীড়া প্রেমী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। ভোলা বাবুকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান। উপস্থিত ছিলেন জগবন্ধু অধিকারী, সত্যব্রত সিনহা, রামানন্দ মুখার্জি, জেমু চক্রবর্তী, ডা: হৃষিকেশ দে, মুজিবর রহমান, সুনীল গোস্বামী, প্রদীপ ভট্টাচার্য, সুধাময় সরকার, সুব্রত পান, স্বদেশ রঞ্জন পান, অসীম রায়, বিদ্যুৎ বোস, মুনমুন পান, প্রদীপ দাস প্রমুখ। মেদিনীপুরের বিভিন্ন ক্লাব, সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা বাবুর দুই সন্তান ও এক পুত্রবধূ। অনুষ্ঠানের শুরুতে ভোলাবাবুকে স্মরণ করেন অতীতের বিখ্যাত ফুটবলার ও সংস্থার সভাপতি অমিয় ভট্টাচার্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিদ্ধার্থ সাঁতরা ও সংস্থার সম্পাদক গৌরী শংকর সরকার।