আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ নভেম্বর: গত জানুয়ারি মাসে মালিকপক্ষের কাছে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। লকডাউনেও থেমে থাকেনি কাজ। তবু মজুরি বৃদ্ধি হয়নি। আজ বুধবার বনগাঁতে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামল চিরুনি শ্রমিকরা। বনগাঁর পাইপ রোডে বেলা বারোটা নাগাদ মালিক সমিতির অফিসের সামনে মজুরিবৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রায় ঘন্টা দুয়েক এই অবস্থান বিক্ষোভ চলে। সংগঠনের পক্ষ থেকে যে সব শ্রমিকরা দিনে ২০০ টাকা মুজুরি পায় তাদের ৩০০-৩৫০ টাকা ও যারা দিনে ৩০০ টাকা মজুরি পেত তাদের ৪৫০ – ৫০০ টাকা মজুরি দেওয়ার দাবি জানানো হয়।
বনগাঁ সেলুলয়েড ওয়াকার্স ইউনিয়েনর সাধারণ সম্পাদক রঞ্জন সেন জানান, গত জানুয়ারি মাসে মালিকদের কাছে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিলাম আমরা। লকভাউনে বেশির ভাগ দিন কাজ চলেছে, ব্যাবসা চালিয়েছেন মালিক পক্ষ। তবুও শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি।
মালিকদের পক্ষ থেকে মহাদেব ঘোষ জানান যে, শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি আমাদের জানিয়েছে। লকডাউন চলছিল , পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা অবশ্যই শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।