সাথী দাস, পুরুলিয়া, ১ সেপ্টেম্বর: লোকসংস্কৃতির উপস্থাপন করে পুরুলিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা হল। জেলার ঐতিহ্যবাহী ছৌ শিল্পী, নাটুয়া শিল্পীর নৃত্য এবং ঢাকিদের বাজনার তালে শতাধিক দুর্গার প্রতিকৃতির প্রদর্শনী হয় শোভা যাত্রায়। দুর্গাপুজোর আন্তর্জাতিক স্তরের স্বীকৃতিকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এই বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল পুরুলিয়ায়।

ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় দুর্গাপুজোর অন্তর্ভুক্তির জন্য কলকাতা সহ সারা রাজ্যে বৃহস্পতিবার এই অনুষ্ঠান হয়। পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয়। মেইন রোড ধরে প্রায় আড়াই কিলোমিটার শহরের একাংশ পদযাত্রা করে ডাকবাংলো চত্বরে শেষ হয়। সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলাশাসক, পুলিশ সুপার ও অন্যান্য সরকারি আধিকারিকরা এই পদযাত্রায় সামিল হন। পুরুলিয়া পুরসভা নিজেদের আকর্ষণীয় ট্যাবলোর প্রদর্শন করে। পাশাপাশি স্কুল পড়ুয়ারা এই পদযাত্রায় অংশগ্রহণ করে।

