স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ সেপ্টেম্বর: ২০২১ সালে দুর্গাপুজোকে কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই সাফল্যকে মাথায় রেখে ১ সেপ্টেম্বর রাজ্যজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় শোভাযাত্রার পাশাপাশি ইউনেসকোকে ধন্যবাদ জানাতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিন রেডরোডে ইউনেস্কোর প্রতিনিধি দলকে সম্বর্ধনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এবার পূজাকমিটিগুলোকে অনুদানের অর্থ দশ হাজার টাকা বাড়িয়ে ষাট হাজার টাকা করেছে রাজ্য সরকার। বিদ্যুৎ বিলেও ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতেই এদিন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর দিনাজপুর জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রায়গঞ্জে। এদিন শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে এসে শেষ হয় শোভাযাত্রাটি। বিভিন্ন পূজা কমিটির সদস্যদের পাশাপাশি সাংস্কৃতিক সংস্থাগুলিও শোভাযাত্রায় অংশ নেয়। ঢাক, মুখোশ নাচ, আদিবাসী নৃত্য সহ বাংলার বৈচিত্রময় সংস্কৃতির ছোঁয়া ছিল এদিনের অনুষ্ঠানে। মহিলাদের শঙ্খ ও উলুধ্বনিতে আক্ষরিক অর্থেই পুজোর আবহ তৈরি হয়েছিল শহরজুড়ে।
রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, সত্যজিত বর্মন, পিএসি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী, বিধায়ক গৌতম পাল, জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।