অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ সেপ্টেম্বর: ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন। বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা শহরে বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা প্রাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। ঝাড়গ্রাম শহরের আরবিএম স্কুল প্রাঙ্গন থেকে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় এবং ঝাড়গ্রাম পৌর ময়দানে গিয়ে শেষ হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন
ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো।

এই পদযাত্রায় ছাত্র-ছাত্রী থেকে বিভিন্ন পুজো কমিটির সদস্য, লোকসংস্কৃতি ছৌ, ঝুমুরের দল সহ সাধারণ মানুষ সামিল হয়েছিলেন। পদযাত্রার সামনে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের একটি ট্যাবলো ছিল। যে ট্যাবলোতে লেখা ছিল আমরা গর্বিত, দেশ গর্বিত, বিশ্ব গর্বিত ইউনেস্কোকে ধন্যবাদ জানাই। যার ফলে বৃহস্পতিবার থেকে বাংলায় দুর্গাপুজোর আমেজ শুরু হয়ে গেল।

