Medinipur, By-election, লাগু হলো আদর্শ আচরণ বিধি, মেদিনীপুরে উপ নির্বাচন ১৩ নভেম্বর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মেদিনীপুর উপ নির্বাচন ১৩ নভেম্বর। শুক্রবার থেকে শুরু হচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কালেক্টরেট সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক খুরশেদ আলি কাদেরি এবং রিটার্নিং অফিসার মধুমিতা মুখার্জি জানান, মোট ভোটার রয়েছেন ২৯১৬৪৩ জন। এরমধ্যে মহিলা ভোটার ১৪৮১০০ জন। মোট বুথের সংখ্যা ৩০৪টি। প্রতিটি বুথেই ওয়েব কাস্টিং হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ইতিমধ্যেই লাগু হয়ে গেছে আদর্শ আচরণ বিধি।

৩টে নাকা চেকিং করা হয়েছে। ফ্লাইং স্কোয়াড, স্যাটাটিক সারভাইলেন্স টিম কাজ শুরু করে দিয়েছে। ৮৫ বছর বয়সী ২৬০৭ জন বয়স্ক ভোটারের এবং ৭৮২ জন প্রতিবন্ধী ভোটারের বাড়ি থেকে ভোট গ্রহণ করা হবে। মেদিনীপুর পুরসভার ২৫টি ওয়ার্ড, মেদিনীপুর সদর ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত এবং শালবনি ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের ভোটাররা ভোট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *