মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রা ৫ বছর অন্তর বিশ্বকাপের মতো, মমতার স্পেন সফরকে কটাক্ষ সুকান্তর, শুভেন্দুর দাবি টাকা পাচার করতে যাচ্ছেন

আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: মঙ্গলবার মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ দিনের স্পেন সফরে রওনা দেন। তার সঙ্গে একটা বড়সড় প্রতিনিধি দল ও গেছে। তার এই সফরকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর বিশ্বকাপের মত, যা কিনা পাঁচ বছর অন্তর উনি গিয়ে থাকেন।

সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লিখেছেন, “মাননীয়ার বিদেশ যাওয়া অনেকটা বিশ্বকাপের মত। পাঁচ বছর অন্তর উনি যান। গত পাঁচ বছরে উনি সময় পাননি লগ্নিয়ে আনতে যাওয়ার।” এরপরই তিনি রাজ্যের বেকারদের উদ্দেশ্যে চপ ভাজার পরমর্শের কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ” মু্খ্যমন্ত্রী শিল্পের নামে পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিয়েছেন চপ, তোলাবাজি, ভোট লুঠ ইত্যাদি। এতদিনে টনক লড়েছে— উনি চললেন স্পেনে।”

প্রসঙ্গত ১২ বছরের মুখ্যমন্ত্রী মন্ত্রীত্বেতে বিদেশ সফরে গিয়েছেন বেশ কয়েকবারই। তবে এবার সাড়ে চার বছর পর মঙ্গলবার আবার মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গেলেন। কলকাতা থেকে মুম্বাই হয়ে দুবাইয়ে, সেখান থেকে স্পেনের রাজধানী মাদ্রিদ। বৃহস্পতিবার থেকে শুরু তাঁর ঠাসা কর্মসূচি। তাঁর সঙ্গে যাওয়া রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়েছেন একঝাঁক শিল্পপতিও। এর আগে সিঙ্গাপুর, লন্ডন, স্কটল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, ইটালিতে গিয়েছেন তিনি। এই প্রথম যাচ্ছেন স্পেনে। মাদ্রিদ, বার্সেলোনাতে তাঁর কর্মসূচি রয়েছে। দুবাইতেও তাঁর কর্মসূচি রয়েছে। কলকাতায় ফেরায় ফেরার পথে দুবাইয়ের প্রবাসী ভারতীয় ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। হবে লগ্নির বৈঠক। এবারের সফরেরপ্রতিনিধি দলে যুক্ত হয়েছে প্রকাশনা ও ক্রীড়া জগতে সদস্যরাও।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে টাকা পাচারের সফর বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ থেকে টাকা সাইফন করতে বিদেশ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে আক্রমণ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, ভাইপোর দুবাই সফরের পর মুখ্যমন্ত্রী দুবাই যাচ্ছেন কেন? শুভেন্দু বলেন, ওখানে টাকা সাইফন হচ্ছে। দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়। এর আগে ভাইপো, ভাইপোর স্ত্রী, ভাইপোর শ্যালিকা সেখানে গিয়ে প্লট রেডি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্লটের সাক্ষী। উনি দুবাইকে ট্রানজিট পয়েন্ট করেছেন স্পেনে যাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ থেকে হাওয়ালার মাধ্যমে বা হুন্ডির মাধ্যমে যে টাকা তাঁর পরিবার সরাচ্ছে সেই টাকাকে ওখানে সুরক্ষিত করার জন্য তিনি গেছেন। শুভেন্দু প্রশ্ন তুলেছেন, পাশ্চাত্যের দেশে যেতে দুবাইকেই কেন ট্রানজিট পয়েন্ট করেছেন মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো?

https://twitter.com/DrSukantaBJP/status/1701595771995668684?t=XKgxJCxGXBGCjLE983RtEg&s=08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *