আমাদের ভারত, কলকাতা, ২৪ মার্চ: শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ কমিশনার অনুজ শর্মার সঙ্গে আজ সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। পৌঁছে যান আরজিকর হাসপাতালে। হাসপাতালের সুপার ও প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে তুলে দেন মাস্ক ও স্যানিটাইজার। এরপরই পৌঁছে যান কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাজির হন এনআরএস এবং এসএসকেএম হাসপাতালেও। সেখানেও মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন কর্তৃপক্ষের হাতে।