আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১০ নভেম্বর:
নবরূপে সুসজ্জিত হল উত্তর শহরতলীর আন্তর্জাতিক তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর কালী মন্দির। রাজ্য সরকারের ১৯ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে দক্ষিণেশ্বর মন্দিরে উদ্বোধন হল লাইট এন্ড সাউন্ড সিস্টেমের। একই সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরকে অত্যাধুনিক মানের আলোর মালায় সাজিয়ে নতুন রূপে আলোকিত করা হল।
সামনেই দীপাবলি উৎসব। তার আগে নতুন মুকুট আন্তর্জাতিক তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর মন্দিরের শিরোপায়।মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে দক্ষিণেশ্বর মন্দিরের লাইট এন্ড সাউন্ড সিস্টেম উদ্বোধন করেন। দমদম কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, মন্দির কমিটির প্রধান কুশল চৌধুরী, কামারহাটি পুরসভার পৌরপ্রশাসক গোপাল সাহা, মদন মিত্র এদিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে উপস্থিত থেকে লাইট এন্ড সাউন্ড সিস্টেমের সূচনা প্রত্যক্ষ করেন।
দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস এই অত্যাধুনিক লাইট এন্ড সাউন্ড সিস্টেমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইট এন্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধনের পর সাংসদ সৌগত রায় সাংবাদিকদের বলেন, “কে এম ডি এ এই কাজটি করেছে। অভূতপূর্ব একটি সৌন্দর্য্যয়নের কাজ হয়েছে। রাজ্য সরকারের ১৯ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছে নতুন রূপে দক্ষিণেশ্বর মন্দির সাজিয়ে তুলতে। আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে বড় সুখ্যাতি লাভ করবে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির।”