আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ এপ্রিল: খড়দহের দক্ষিণ শান্তিনগরের কৃতী সন্তান পারমিতা ইউপিএসসি পরিক্ষায় সফল হয়ে আইএএস হলেন। কৃতী পারমিতার বাড়িতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে হাজির হন মহকুমাশাসক সৌরভ বারিক সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।
সম্প্রতি বের হয়েছে ইউপিএসসি পরীক্ষার ফল। সেখানে খড়দহ বিধানসভার অন্তর্গত পানিহাটী পৌর সভার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিনগরের বাসিন্দা মেধাবী ছাত্রী পারমিতা মালাকার ৪৭৭ তম স্থান অধিকার করে
ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন। পারমিতা মালাকার বাগবাজার রাম কৃষ্ণ সরদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস থেকে মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ব্যারাকপুর গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং শেঠ আনন্দ রাম জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক হয়ে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করেছেন এই কৃতি। তিনি চাকরি করতে করতেই ২০২৪ সালে ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার এই পরীক্ষার ফল প্রকাশিত হলে পারমিতা মালাকারের সাফল্যের কথা জানা যায়। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা পত্র পাঠানো হয়। যেটি এদিন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক নিজে পারমিতাকে দেওয়ার জন্য তার বাড়ি পৌঁছে যান। কিন্তু পারমিতা মালাকার সম্প্রতি প্রশিক্ষণ নিতে ব্যাঙ্গালোর যাওয়ায় তার পিতা মাতার হাতে তুলে দেওয়া হয় ওই সন্মাননা।
এদিন মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা পত্র তুলে দিতে পারমিতার বাড়িতে মহকুমা শাসক সৌরভ বারিক ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাতি, পানীহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথ দে, উপ পৌর প্রধান সুভাষ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা।