স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ ফেব্রুয়ারি: গোষ্ঠী কোন্দল কোনোভাবেই বরদাস্ত করা হবে না, বুধবার নদিয়ায় দ্বিতীয় দিনে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি গভর্মেন্ট কলেজের মাঠে কর্মীসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি বীরনগর এলাকা নিয়ে অভিযোগ আছে বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে রাজীব বিশ্বাসকে জেলা সভাপতিদের সাথে কথা বলার নির্দেশ দেন।
পাশাপাশি কল্যাণী, গয়েশপুর, চাকদার নাম করে তিনি বলেন, “আমি কোনো কথা শুনতে চাই না। চঞ্চল নেতা না রত্না নেতা আমি শুনতে চাই না, আমি দেখতে চাই তৃণমূল নেতা”। তিনি আরো বলেন, তৃণমূল করতে হলে সবাইকে নিয়ে করতে হবে। সেই সঙ্গে বুথে বুথে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন। তিনি বলেন, “ব্লক নেতারা বুথ কর্মীদের সাথে বসুন। কেউ অভিমান করে চলে গেলে তাকে ডেকে নিয়ে আসুন।”