রাজেন রায়, কলকাতা, ২৭ অক্টোবর: পুজোর ঠাকুর দেখার আনন্দ যাতে নিরানন্দের কারণ না হয়, তার জন্য ক্লাবগুলিকে বিশেষ কোভিড সতর্কতা নিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্লাবই যে তাদের দায়িত্ব পালন করেছে, তার প্রমাণ পুজোর পর বুলেটিন। যেখানে সংক্রমণ বাড়ার বদলে উলটে কমে গিয়েছে।
তাই করোনা সুনামি ছড়িয়ে না পরার জন্য এবার ক্লাবগুলোকে ধরার সার্টিফিকেট দিলেন পুরমন্ত্রী তথা পুরো প্রশাসক মন্ডলের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
বিগত কয়েক দিন ধরেই কলকাতা জুড়ে সরব হয়েছিল নানা মহল পুজোর পরেই করোনার সুনামি হবে।
এবারের দুর্গা পুজায় করোনার সুনামি রুখতে আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিটি পুজা মন্ডপ বিশেষভাবে স্বাস্থ্য বিধির ওপর জোর দেয়। উল্লেখ্য, প্রতিটি ক্লাব সাধারণ জনতাকে প্রতিমা দর্শন এর জন্য নির্দিষ্ট গণ্ডির বেঁধে দেয়। এর বাইরে কোনভাবেই দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়াও প্রতিটি পুজা মণ্ডপে স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক করা হয়। এছাড়াও ঘনঘন মাইকিং অনেকটাই সতর্ক করেছে দর্শনার্থীদের।
তাই এ প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘ক্লাবগুলোকে কুর্ণিশ জানাই তারা যেভাবে দুর্গাপূজার সময় স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছেন। সকলে সচেতন থাকলে যে অনেক কিছু রুখে দেওয়া সম্ভব, তা ফের প্রমাণিত হল।’