আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৬ অক্টোবর: মানুষের পাশে থাকতে হবে। দলনেত্রীর এই বার্তাকে মাথায় রেখে এবারও পুজোর আগে শাড়ি বিতরণ করল রামপুরহাট মানবিক স্টল এবং আয়াস অঞ্চল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে বস্ত্র বিতরণের আয়োজন করে মানবিক স্টল। উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূলের টাউন সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুকান্ত সরকার।
মানবিক স্টলের কর্ণধার আব্দুর রেকিব বলেন, “২০১৮ সাল থেকে আমরা এই অনুষ্ঠান করে আসছি। ইদ এবং শীতে বস্ত্র দেওয়া হয়।”
রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস অঞ্চলের দাদপুর গ্রামে এদিন বস্ত্র বিতরণ করা হয়। দলের কর্মী আকবর আলি ওরফে লালবাবুর নেতৃত্বে এদিন পাঁচ শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। লালবাবু বলেন, “দলনেত্রী মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাই আমরা প্রতিবছর পুজো এবং ইদে বস্ত্র দিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি।”
অন্যদিকে বনহাট অঞ্চলে জহিরুল ইসলামের নেতৃত্বে গ্রামে গ্রামে গিয়ে বস্ত্র বিতরণ করা হয়।