ABVP, movement, Jalpaiguri, এবিভিপির আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা জলপাইগুড়িতে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারি: সন্দেশখালি সহ রাজ্যজুড়ে নারী নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দফতর অভিযান করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। মঙ্গলবার মিছিল করে আন্দোলনকারী ছাত্র নেতা ও কর্মীরা পুলিশ সুপারের দফতরের সামনে হাজির হয়েছিলেন। যদিও পুলিশ আন্দোলনকারী নেতা কর্মীদের আটকাতে ব্যারিকেড দিয়ে দিয়েছিল। ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীরা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এর ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে পুলিশকে তৃণমূলের দলদাস বলে আক্রমণ করলেন নেতারা। এরপর পুলিশের ব্যারিকেড উঠিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন।

রাজ্যজুড়ে নারী নির্যাতন হচ্ছে পুলিশ হাতে চুরি পরে বসে আছে, এই অভিযোগ তুলে পুলিশকে উদ্দেশ্য করে শাড়ি ও সবুজ রঙের চুরি তুলে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারী নেতা কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয়বার আবারও ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে এবিভিপির আন্দোলনরত ছাত্র নেতাদের। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও রাস্তায় বসে অবস্থান বিক্ষোভের সামিল হন এবিভিপি নেতা কর্মীরা।

মালবাজার কলেজে ধর্মীয় স্লোগান তোলার প্রতিবাদ জানান তাঁরা। এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে বলেন, “রাজ্যজুড়ে নারী নির্যাতন হচ্ছে, অথচ পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। বাংলার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত যতদিন না হবে ও রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন না ক্ষমতাচ্যুত হচ্ছেন ততদিন আমাদের আন্দোলন চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *