স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ মার্চ: হাসপাতালের মর্গে বন দফতরের কর্মীর মৃতদেহ দেখতে এসে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকেদের একে অন্যের প্রতি দোষারোপ কার্যত হাতাহাতির রূপ নিল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার মর্গের সামনেই প্রথমে দু’পক্ষের কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তেই মৃতের স্ত্রী ও মৃতের বোনের মধ্যে বেধে যায় গন্ডগোল। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গের সামনে এই ঘটনায় রীতিমত তীব্র উত্তেজনা তৈরি হয়।
উল্লেখ্য, রায়গঞ্জ বন বিভাগের অধীনে কর্মরত ফালাকাটার বাসিন্দা বাবলা চন্দের ঝুলন্ত মৃতদেহ সোমবার কর্ণজোড়ায় সরকারি আবাসন থেকে উদ্ধার করে পুলিশ। এরপর মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্ত হয় হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রনে হাসপাতালে বসানো হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।