আমাদের ভারত, মালদা, ১৮ মার্চ: কবরস্থানের জায়গার দখল নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের জেরে দুই গ্রামের অন্তত প্রায় ১৫ জন গুরুতর ভাবে জখম হন। চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক ও চাঁচল থানার আইসির নেতৃত্বে এলাকায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোতায়েন করা হয়েছে রেফ। আহতরা প্রত্যেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মালদহের চাঁচল থানার ধুপপুকুর এলাকায় শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁচল ১ ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জ ও চন্ডিগাছি গ্রামের মধ্যে সংঘর্ষ। ওই দুই গ্রামের মানুষ ধুপপুকুর এলাকায় কবর স্থানে দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছেন।
নুরগঞ্জ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ওই কবরস্থানটি নুরগঞ্জ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। কিছু দিন থেকে চন্ডিগাছি গ্রামের লোকেরা ওই কবরস্থানটি ব্যবহার করছেন। তাতেও আমাদের অপত্তি নেই। তারা কবরস্থানের গাছ কেটে নেওয়ার পাশাপাশি এদিন জোরপূর্বক ভাবে ওই জায়গাটি বাঁশের খুঁটি দিয়ে দখল করছিল এরই প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র, লাঠি সোঁটা নিয়ে আমাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় নুগঞ্জের ১২ জন জখম হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
পাল্টা অভিযোগ করেন চন্ডিগাছি গ্রামের বাসিন্দারা। এদিন কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আলো জ্বালানোর জন্য বাঁশের খুঁটি পোঁতা হচ্ছিল ওই সময় নুরগঞ্জ গ্রামের প্রায় শতাধিক মানুষ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ।