পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ আগস্ট: আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সভাপতির দায়িত্ব হস্তান্তর নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা বংশীহারিতে। নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে উল্টে তার লোকজনের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। হাঁসুয়া ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বেশ কয়েকজনকে। তুমুল ভাঙ্গচুর চালানো হয়েছে এলাকায়। মঙ্গলবার দুপুরে বংশীহারির পাথরঘাটা ইটভাটা এলাকার এই ঘটনাকে ঘিরে পুরো রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনার জেরে বর্তমান সভাপতি সহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়েছেন। যারা রসিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগাম খবর থাকা স্বত্ত্বেও দীর্ঘ সময় পর এলাকায় পুলিশ পৌঁছানোয় তুমুল ক্ষোভের সঞ্চার হয়েছে বাসিন্দাদের মধ্যে। এদিকে এই ঘটনার পরেই আইসির পদত্যাগের দাবি ও প্রাক্তন সভাপতির গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের উত্তরবঙ্গের সভাপতি।

জানাগেছে, বেশ কয়েকদিন আগে ভারত জাকাত মাঝি পারগানা মহলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বাবুলাল মুর্মুকে। তার স্থানে নতুন দায়িত্বে আসেন আশীষ মুর্মু। অভিযোগ, নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়েই বিবাদের সূত্রপাত। সোমবার আর্থিক হিসাব সহ নানান বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে মঙ্গলবার বংশীহারি ব্লকের পাথরঘাটার ইটভাটা পাড়ায় ফের আলোচনায় বসেন নতুন সভাপতি। অভিযোগ, সেখানেই প্রাক্তন সভাপতি তার দলবল এনে হামলা চালিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন দশ জন। যাদের প্রত্যেককেই রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত বাবুলাল মুর্মু ও তার দলবল। বিষয়টি জানবার জন্য একাধিকবার ফোন করা হলেও প্রাক্তন সভাপতি বাবুলাল মুর্মুর ফোনের সুইচ অফ পাওয়া যায়।

সংগঠনের বর্তমান সভাপতি আশিস মুর্মু জানিয়েছেন, তাকে দায়িত্ব হস্তান্তর না করে হামলা চালিয়েছে প্রাক্তন সভাপতি। গন্ডগোল আঁচ করে আগেভাগেই পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশের কোনও সদর্থক ভূমিকা দেখা যায়নি।
আহত পরিবারের সদস্যা রানী কিস্কু বলেন, নিরস্ত্র অবস্থায় তাদের লোকজনকে পিটিয়ে রক্তাক্ত করেছে বাবুলাল ও তার দলবল।
সংগঠনের উত্তরবঙ্গ জোনের সভাপতি বাপি সরেন বলেন, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের সভাপতি ও তার লোকজনের উপর হামলা চালিয়েছে বাবুলাল। পুলিশ জানবার পরেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি। অভিযুক্তকে গ্রেপ্তার ও আইসির পদত্যাগের দাবিতে আগামী দু একদিনের মধ্যেই রাস্তায় নেমে আন্দোলন চালাবেন তারা।

