চাবাগান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ এপ্রিল: চাবাগান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ দুই জন। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ইসলামপুর থানার আগডিমটি গ্রামপঞ্চায়েতের দিঘিপাড় চাবাগানে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এই দিঘিপাড় চাবাগান সাহানওয়াজদের হাত থেকে রেজাবুলরা ছিনিয়ে নিতে চাইছে। ফলে সেখানে মাঝে মাঝেই ছোটবড় সংঘর্ঘ চলছে। আজ সেই চাবাগানে পাতা তুলতে গিয়েছিল সাহানওয়াজ এবং মমতাজরা। সেই সময় আচমকা রেজাবুলের দলবল তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। চলে গুলি। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সাহানওয়াজ এবং মমতাজ।এই ঘটনার অভিযুক্তরা সেখান থেকে গাঢাকা দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয়।গুলিবিদ্ধদের ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের শরীরে ছড়রা গুলি লেগেছে। আঘাত গুরুতর নয়। অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি শুরু হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *