সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ আগস্ট: মন্ত্রীর উপস্থিতিতে প্রকাশ্য মঞ্চে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, চেয়ার ছোড়াছুড়ি ও ব্লক সভাপতি নিগ্ৰহের ঘটনায় বিব্রত জেলা নেতৃত্ব। এই ঘটনায় মন্ত্রীর ঘনিষ্ঠ গোষ্ঠীর দিকে আঙ্গুল তুলেছেন প্রহৃত ব্লক সভাপতি।

তৃণমূলের দলীয় কর্মসূচি অনুযায়ী গতকাল খাতড়ার করালী মোড়ে রীতিমতো মঞ্চ তৈরী করে ধর্না শুরু হয়। ধর্না চলাকালীন বেলা আড়াইটে নাগাদ মন্ত্রী জোৎস্না মান্ডির নেতৃত্বে সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত মহাপাত্র। এলাকায় জোৎস্না মান্ডির সাথে তার বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত সুব্রত মহাপাত্রর বিবাদ। ঐদিন বর্ষীয়ান সুব্রতবাবুকে সামনে পেয়ে একদল কর্মী ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিপদ বুঝে সুব্রতবাবু মঞ্চ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালিয়ে যাওয়ার সময় তাকে তাড়া করেন বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজন।পাশের গলিতে পেয়ে তাকে বেধড়ক মারধর করা হয়।তাকে বাঁচাতে এগিয়ে এসে নিগৃহীত হন এক মহিলা নেত্রী ও এক যুবকর্মী। মারের চোটে গুরুতর জখম তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সুব্রতবাবুর দাবি, ব্লক সভাপতি মনোনয়ন মানতে না পেরে এই ঘটনা ঘটিছে। এই ঘটনায় আঙ্গুল তুলেছেন মন্ত্রী জোৎস্না মান্ডির দিকে। যদিও এ বিষয়ে জোৎস্না মান্ডির কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় সরগরম জেলার রাজনৈতিক মহল। স্থানীয় বিজেপি নেতৃত্বের কটাক্ষ এটাই তৃণমূলের কালচার।

