আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩ অক্টোবর:
বিজেপির মিছিলকে ঘিরে শনিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল নোদাখালি থানা এলাকার বাওলি অটো স্ট্যান্ড। এই মিছিলকে লক্ষ্য করে ইট বৃষ্টি ও বোমাবাজি চলেছে। শুধু তাই নয় তৃণমূল ও বিজেপি দু’পক্ষের মারপিটে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিরাট পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে।
স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বজবজ ১ নম্বর ব্লকের বাওয়ালি বড় পোল থেকে সত্যপীর তলা পর্যন্ত বিজেপির কৃষি বিলের সমর্থনে মিছিল ছিল। আস্তে আস্তে শখের বাজারের দিকে তা এগোতেই ওই মিছিলকে ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বেধে যায়। ইট বৃষ্টি শুরু হয়। প্রচুর বোমাবাজি হয়েছে। এই সংঘর্ষের ফলে দু’পক্ষেরই বেশকয়েকজন আহত হন। রাস্তায় লোকজন চলাচল বন্ধ হয়ে যায়। দোকান বন্ধ হয়ে অঘোষিত বন্ধের চেহারা নেয় এলাকা। তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় অফিসে ভাঙ্গচুর চালিয়েছে বিজেপি। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল। পরে পুলিশ এসে কিছু লোককে আটক করে নিয়ে যায়। এলাকায় চলছে পুলিশি টহল।