আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর: “সিপিএম খুন করত, চুরিটা কম করত, তৃণমূল দুটোই সমান তালে চালিয়ে গেছে। সেই সঙ্গে নির্লজ্জ মুসলমান তোষণ। এর থেকে উত্তরণ কিভাবে হবে জানি না।” বুধবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “উনিশশো-ত্রিশের দশক থেকে কম্যুনিস্টরা ধীরে ধীরে বাঙালি হিন্দুর সাংস্কৃতিক ও সাহিত্যের জগৎটা অধিকার করে নেয়। কংগ্রেস হাত গুটিয়ে বসেছিল। এর অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে উল্লেখযোগ্য ছিল আইপিটিএ বা ভারতীয় গণনাট্য সংঘ, উৎপল দত্ত, সমরেশ বসুর মত প্রতিভা, সুকান্ত ভট্টাচার্যের কবিতা, ধীরেন্দ্রলাল ধরের শিশুসাহিত্য ইত্যাদি।
এর মাধ্যমে এরা বাঙালি হিন্দুর মূল্যবোধের বিকৃতি ঘটায়, দারিদ্র্যবন্দনা শেখায়, এবং কাজে ফাঁকি, বিশৃঙ্খলা, উচ্চপদস্থকে তুচ্ছতাচ্ছিল্য করা, ইত্যাদিকে একটা সম্মানের জায়গায় নিয়ে আসে। পরে চৌত্রিশ প্লাস চৌদ্দ বছর ধরে রাষ্ট্রক্ষমতা পেয়ে এরা তেড়েফুঁড়ে এই সবেরই চাষ করেছে।”