অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ সেপ্টেম্বর: ১৫ সেপ্টেম্বর প্রখ্যাত ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরায়ার জন্মদিন উপলক্ষে জাতীয় ইঞ্জিনিয়ার দিবসের দিনে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের মধ্যে প্রথম নির্মাণ সামগ্রী টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধন করল ব্লকের সারিয়া ৪ নম্বর গ্রাম পঞ্চায়েত।
এদিন সারিয়া গ্রাম পঞ্চায়েতের বিল্ডিংয়ের মধ্যে একটি ঘরে সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধন করেন ঝাড়গ্ৰাম জেলার ডিসি আইএসজিপি সোমা চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিসিডব্লিউ অফিসার প্রসেনজিৎ পাল, গ্রাম পঞ্চায়েত প্রধান সুচিত্রা নায়েক সর্দার সহ ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের সিভিল ইঞ্জিনিয়াররা।
জানা গেছে, সারিয়া গ্রাম পঞ্চায়েত সহ গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিভিন্ন সরকারি প্রকল্পের নির্মাণ কাজে ব্যবহৃত সিমেন্ট, বালি, পাথর এবং মাটির গুণগত মান পরীক্ষা করবে সারিয়া গ্রাম পঞ্চায়েতের এই সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি। নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষার পর ওই ল্যাবরেটরি থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে।যার ফলে আগামী দিনে সরকারি নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান নিয়ে আর কোনো অভিযোগ উঠবে না বলে আশা করছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের তরফে জানা গেছে, এলাকার কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তিগত নির্মাণ কার্যের সামগ্রীর গুণগত মান যাচাই করতে পারবেন নির্দিষ্ট মূল্যের বিনিময়ে।