আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১০ ডিসেম্বর: চাকরিতে স্থায়ীকরণ, কোভিড যোদ্ধা হিসেবে গণ্য করা ও বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ ‘সি’ও গ্রুপ ‘ডি’ পদে নিয়োগে অগ্রাধিকার সহ ১০দফা দাবিতে আলিপুরদুয়ারে সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা আন্দোলনে নেমেছে। বৃহস্পতিবার এই দাবিতে তারা আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বিক্ষোভ ধর্নায় সামিল হয়। বিক্ষোভ আন্দোলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৭০জনের বেশি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার যোগ দেয়।
আলিপুরদুয়ার জেলা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এন্তাজুল ইসলাম বলেন,”এইসব প্রধান দাবি ছাড়াও অবিলম্বে সরকারকে আমাদের পরিচয়পত্র ও ইউনিফর্ম দেওয়া চালু করতে হবে। নারায়নী ব্যাটালিয়ান নিয়োগেও আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা বিভিন্ন দুর্যোগের সময় পঞ্চায়েত, ব্লক ও থানা স্তরে উদ্ধারকারী দল, টিম তৈরিরও দাবি জানাচ্ছি।” সব দাবি না মেটা পর্যন্ত আগামীতেও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।