পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ জুন: রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ও সোনার ব্যাগ ফেরত দিয়ে সততার নজির গড়লেন বালুরঘাট থানার কর্মরত এক সিভিক কর্মী। পুলিশ জানিয়েছে ওই সিভিক কর্মীর নাম গোপাল চন্দ্র মন্ডল৷ রবিবার দুপুরে বালুরঘাট থানার পক্ষ থেকে উদ্ধার হওয়া ওই ব্যাগের মধ্যে থাকা টাকা ও সোনা তুলে দেওয়া হয়েছে ব্যাগের মালিক অসিত সরকারের হাতে৷
জানা যায়, চকভৃগুর চকচন্দন এলাকার বাসিন্দা অসিতবাবু পেশায় সোনার দোকানের কারিগর। এদিন বাজারে যাবার সময় মোটর বাইকে থাকা ওই ব্যাগটি নিজের অলক্ষ্যে কোথাও হারিয়ে ফেলেন তিনি। এরপর হন্যে হয়ে খুঁজতে থাকেন ব্যাগটি। অন্যদিকে শহরের থানামোড় এলাকায় পড়ে থাকা ওই ব্যাগটি প্রথমে কুড়িয়ে আনেন রাস্তার এক ভবঘুরে। যে কিছুক্ষণ পর ওই ব্যাগটি রাস্তার পাশে রেখেই চলে যায়। সেখান থেকে পাশে থাকা চায়ের দোকানে ব্যাগটি নিয়ে আসার পর দেখা যায় তাতে নগদ বেশকিছু টাকা ও সোনা রয়েছে। এরপরই সেই ব্যাগটি বালুরঘাট থানায় জমা করেন সিভিক ভলান্টিয়ার গোপাল মন্ডল। যা এদিন বালুরঘাট থানার পক্ষ থেকে ব্যাগটির মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে হাজির ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
দীর্ঘ খোঁজাখুঁজির পর ব্যাগ ফেরত পেয়ে ওই সিভিক কর্মী এবং বালুরঘাট থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অসিত সরকার নামে ওই সোনার কারিগর।
অসিত সরকার বলেন, বাজারে আসবার পথে বাইকে থাকা ওই ব্যাগটি কোথায় পড়ে যায় তা তিনি বুঝতে পারেননি। পরে পুলিশের তৎপরতায় তা ফিরে পেয়েছেন। যার মধ্যে নগদ ১৮ হাজার টাকা সহ বেশকিছু সোনা ছিল।
সিভিক কর্মী গোপাল মন্ডল জানিয়েছেন, ডিউটিতে যাওয়ার সময় চায়ের দোকানে এক ভবঘুরের পাশে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখেন। যার মধ্যে টাকা ও সোনা দেখতেই তার সন্দেহ হয়। এর পরেই ওই ব্যাগটি থানায় নিয়ে এসে জমা দিয়েছেন তিনি।
বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, থানার এক সিভিক কর্মী ওই ব্যাগটি থানায় নিয়ে এসে জমা করেছেন। যার মধ্যে নগদ টাকা ও সোনা ছিল। ব্যাগের মালিকের হাতে তা তুলে দেওয়া হয়েছে।