স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ নভেম্বর: রহস্যজনক ভাবে কর্তব্যরত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য নদীয়ার রানাঘাটে।মৃতের নাম শানু মন্ডল(২৬)।
সূত্রের খবর, রানাঘাট থানার ঘোরাগাছা এলাকার বাসিন্দা শানু মন্ডল রানাঘাট থানায় সিভিক পুলিশের কাজ করত।অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় শানু আইসতলা মিলন বাগান এলাকায় ডিউটি করছিলেন। রাতে অজ্ঞাত পরিচয় এক মহিলা তার পরিবারকে ফোন করে জানায় অসুস্থ বোধ করছে শানু। তাকে যেন পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে আছে শানু।তড়িঘরি তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঠিক কি কারণে শানুর মৃত্যু হল তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট থানার পুলিশ।
মৃতের পরিবারের দাবি কি কারণে মৃত্যু হয়েছে ও খবর জানতে কোন মহিলা ফোন করেছিলেন, তা তদন্ত করে দেখুক রানাঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।