আমাদের ভারত, হাওড়া, ৭ ডিসেম্বর: উলুবেড়িয়ার কালীনগরে রাস্তার পাশে নয়ানজুলি থেকে উদ্ধার হল সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ। মৃতের নাম সৌরভ সাধুখাঁ (২৭)। বাড়ি ডোমজুড় থানার উত্তর ঝাপরদহ গ্রামে। মৃত যুবক ডোমজুড় থানার সিভিক ভলান্টিয়ার এবং বর্তমানে নিবড়া ট্রাফিক গার্ডে পোস্টিং। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানাগেছে, শনিবার ভোরে কালীনগরের বাসিন্দা কয়েকজন প্রাতভ্রমনকারী চৌরাস্তার কাছে রাস্তার পাশে নয়ানজুলিতে যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি বাইক উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। যদিও কিভাবে সিভিক ভলান্টিয়ার এইখানে এল বা কোথায় গিয়েছিল সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।