আমাদের ভারত, হাওড়া, ৩০ মার্চ:লকডাউনের মধ্যেই পায়ে হেঁটে সম্বলপুর থেকে উলুবেড়িয়ায় এসে পৌঁছলেন মুর্শিদাবাদের এক যুবক। সোমবার ক্লান্ত শরীরে রাস্তার ধারে বসে পড়েন ওই যুবক। সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে দেখতে পেয়ে সিভিক ভলান্টিয়ারদের সাহায্যে শুশ্রূষা করেন।

জানা গিয়েছে, ওড়িশার সম্বলপুরে ঠিকা শ্রমিকের কাজ করত ওই যুবক। নাম সেখ নজরুল মন্ডল (৩৩)।বাড়ি মুর্শিদাবাদের সাহরগাছি গ্রামে। ওই যুবক জানান, “লক ডাউনের পরেই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। কোনো টাকা পয়সা দেয়নি কেউ। কাছে থাকা সাড়ে একুশ টাকা সম্বল করেই আটদিন আগে বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে আসেন ওই যুবক। এই কদিন শুধু রাস্তার ধারের কূপ থেকে জল খেয়ে কাটিয়েছেন। রাতে রাস্তার ধারে ঘুমিয়েছেন।এদিন সংবাদ মাধ্যমের নজরে এলে আপাতত তাকে উলুবেড়িয়ায় থাকতে বলেছেন এলাকার মানুষ।তবে একান্তেই। খবর পাঠানো হয়েছে তার বাড়িতেও। এদিন তাকে খাবার ও জল দেন অনেকেই। এর ফলে কিছুটা সুস্থ বোধ করেন ওই যুবক।

