Civic, Birbhum, মহিলাকে চাকু দেখিয়ে ধ*র্ষ*ণের অভিযোগ, ধৃত সিভিক ভলান্টিয়ার

আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ নভেম্বর: গলায় চাকু ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এক বিধবা মহিলাকে ধর্ষনের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকরে। অভিযুক্ত ভলান্টিয়ারের নাম সাবির হোসেন। তিনি পাইকর থানায় কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একই থানায় কর্মরত হওয়ায় প্রথম দিকে পুলিশ সিভিককে ধরেও ছেড়ে দেয় বলে অভিযোগ। পরে মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। বুধবার তাকে রামপুরহাট মহকুমার বিশেষ আদালতে তোলা হলে তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

নির্যাতিতা মহিলা জানিয়েছেন, দিন কয়েক আগে তার মোবাইল চুরি যায়। গ্রামের সিভিক ভলান্টিয়ার সাবির হোসেন তার মোবাইল চুরি করেছে, এই মর্মে মহিলা পাইকর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ প্রত্যাহার করার জন্য মঙ্গলবার গভীর রাতে ওই মহিলার বাড়িতে যায় সিভিক। এরপর গলায় চাকু লাগিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার চিৎকারে তার ছেলে এবং আশপাশের লোক সিভিক সাবির হোসেনকে ধরে বাড়ির মধ্যে বেঁধে রাখে। রাতে পুলিশ গিয়ে সিভিককে উদ্ধার করে নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে তাঁকে ছেড়ে দেয় বলে মহিলার অভিযোগ। মহিলা বলেন, “মোবাইল চুরির অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছিল। তাতে রাজি না হওয়ায় তার গলায় ধারালো চাকু ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করে। আমার চিৎকারে আমার ছেলে উঠে তাকে ধাওয়া করে। গ্রামের মানুষও সিভিকের পিছু নেয়। ধাওয়া করে তাকে ধরে ফেলে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়”।

মহিলার অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার হওয়ায়, থানার পুলিশ আমার অভিযোগের গুরুত্ব দিচ্ছিল না। পরে বাধ্য হয়ে পাইকর ওই সিভিককে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। বুধবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *