আমাদের ভারত, হাওড়া, ২ জানুয়ারি: বাড়ির বাথরুম থেকে একটি পূর্ণবয়স্ক ভাম (সিভেট ক্যাট) উদ্ধার করল বন দফতরের কর্মীরা। জানা গেছে, বুধবার রাতে উলুবেড়িয়ার রাজাপুর থানার চক বৃন্দাবনপুর গ্রামের কারক পাড়ার বাসিন্দা অনুপম কারকের দোতলার বাথরুমের ভিতরে ভামটি ঢুকে পড়ে।
অন্ধকারে ভামটিকে দেখে অনুপম বাবু চিনতে না পেরে আতঙ্কে চিৎকার করতে থাকে। পরে প্রতিবেশীরা দৌড়ে আসলে প্রাণীটি ভাম বলে জানা যায়। রাতে ভামটিকে বাথরুমে আটকে রাখার পর বৃহস্পতিবার সকালে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা ভামটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। বন দফতর সূত্রে খবর, ভামটিকে পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হবে।