আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১০ এপ্রিল: দমকল বাহিনীর সহযোগিতা নয়, কান্দি পৌরসভার নিজস্ব উদ্যোগে স্হানীয় টেকনোলজি সহযোগিতাতে এবার কান্দি শহরকে জীবানুমুক্ত করার জন্য শুক্রবার নামানো হল ট্যাঙ্ক। পরিক্ষা মূলক ভাবে শুক্রবার বিকেলে কান্দি পৌরসভার তিনটি ওয়ার্ডে ওই ট্যাঙ্ক থেকে জীবাণুনাশক স্প্রে করা হয়।
শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার তিনটি ওয়ার্ডকে জীবানুমুক্ত করলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান অপূর্ব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পৌর সদস্য সুব্রত চক্রবর্তী ও পৌর সভার কর্মীরা।
কান্দি পৌরসভার চেয়ারম্যান অপুর্ব সরকার জানান, করোনা ভাইরাস মোকাবিলার জন্য দমকল বাহিনীর সহযোগিতাতে কান্দি শহরের বড় রাস্তাতে জীবানুমুক্ত স্প্রে করা হয় বেশ কিছু দিন আগে। কিন্তু পৌরবাসীরা দাবি করেছিলেন, কান্দি শহরের গলিতে এই জীবানুমুক্ত করণ করার জন্য। আমাদের স্হানীয় টেকনোলজি দ্বারা আমরা এই ট্যাঙ্ক তৈরি করেছি। শুক্রবার বিকেলে যা পরিক্ষা মূলক ভাবে কান্দি পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডে জীবানুমুক্ত করা হয়। আগামী দিনে সব ওয়ার্ডে করা হবে বলে জানান তিনি।