আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ মে: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, পরিবার পিছু ৭০০০ টাকা দেওয়ার এবং সব মানুষের রেশনের দাবি সহ আরো বেশ কিছু দাবিতে সিআইটিইউ এর উদ্যোগে পাঁশকুড়া বাজারে মিছিল ও অবরোধ করা হয়।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বাজারে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করল সিআইটিইউ। তাদের দাবিগুলি হল পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা ও পরিবার পিছু ৭০০০ টাকা দেওয়া। এছাড়া সমস্ত গরিব খেটে খাওয়া মানুষদের খাদ্য সুনিশ্চিত করা। ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান। ৩ মাসের বিদ্যুৎ বিল মকুব সহ কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক ইব্রাহিম আলি সহ অন্যান্য দলীয় কর্মীরা। দাবিগুলো নিয়ে তারা পাঁশকুড়া বাজারের প্রথমে মিছিল করে পরে রাস্তা অবরোধ করে।