আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৪ মে: সিআইটিইউ- এর পক্ষ থেকে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হল বারুইপুরে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর মহকুমা শাসকের দফতরের সামনে সিপিএমের জেলা সম্পাদক শমিক লাহিড়ীর নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শন করেন সিআইটিইউ কর্মীরা। মূলত শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে চলে এই বিক্ষোভ। লকডাউনে শ্রমিকদের কাজের সময়সীমা ৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা কেন করা হয়েছে, কেন শ্রমিকদের ছাটাই করা হচ্ছে বিভিন্ন সংস্থায়, ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানোর মতো বেশ কিছু দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখান সিটু কর্মীরা। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই বিক্ষোভ।
এদিন সকাল থেকেই সিপিএমের এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পোস্টার, প্ল্যাকার্ড তৈরি করে এই অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত বিভিন্ন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আটকে আছেন তাদের অবিলম্বে এলাকায় ফেরানোর দাবি তোলেন এই শ্রমিক সংগঠনের কর্মীরা। পাশাপাশি লকডাউনের নামে বিভিন্ন কারখানা বা সংস্থার কর্মীদের প্রায় ৪ ঘণ্টা বেশি সময় কাজ করানো হচ্ছে বলে ও অভিযোগ তুলেছেন এই শ্রমিক সংগঠনের কর্মীরা। শমিক লাহিড়ী বলেন, “এই লকডাউন নিয়েও কেন্দ্র রাজ্য রাজনীতি করছে। সাধারণ শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। ভিন রাজ্যের শ্রমিকদের সকলকে ফেরানোর ব্যবস্থা করছে না কেউই। এই সব বিষয় নিয়েই আমাদের এদিনের কর্মসূচি”।