সাথী দাস, পুরুলিয়া, ৩ জুলাই: সর্বভারতীয় দাবি দিবসে সিপিএম শ্রমিক সংগঠনের তালিকায় উঠে এল রেল বেসরকারিকরণ না করা। শুক্রবার, পুরুলিয়া জেলা জুড়ে এই দাবিকে প্রাধান্য দিয়ে ‘দাবি দিবস’ পালন করল সিআইটিইউ। কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ করা চলবে না এই দাবি এদিনের অবস্থান-বিক্ষোভে স্লোগান হয়ে উঠল শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের মুখে। এছাড়া শ্রম আইন সংশোধন না করার দাবি জানানো হয়। এর সঙ্গে শ্রমজীবীদের ৭৫০০ টাকা ৬ মাস ভাতা এবং ১০ কিলোগ্রাম খাদ্যদ্রব্য ও কাজের ব্যবস্থার দাবি জানানো হয়।
সারা জেলার সঙ্গে কাশীপুর বাসস্ট্যান্ডের কাছে পূর্বঘোষিত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে সিটু। সেখানে নেতৃত্ব দেন সিপিএম জেলা সম্পাদক প্রদীপ রায়। তিনি জানান, ‘এদিনের কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক শাখা সংগঠনের সদস্যরা যোগ দেন। বিভিন্ন দাবির সঙ্গে গরিব ও মধ্যবিত্ত মানুষকে জল সংকট থেকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে।’