‘টক টু মেয়র’ পরিষেবায় সন্তুষ্ট, ফিরহাদকে জানালেন নাগরিকরা

তারক ভট্টাচার্য

আমাদের ভারত, ৪ জানুয়ারি: মাস সাতেক আগে কলকাতাবাসীর থেকে সরাসরি অভিযােগ এবং পরামর্শ শুনতে পুরসভার কেন্দ্রীয় ভবনে চালু হয়েছিল ‘টক টু মেয়র’ পরিষেবা । সেই থেকে সপ্তাহে একদিন একঘন্টার জন্য পুরসভার ১৪৪টি ওয়ার্ডের বাসিন্দারা সরাসরি মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করে নিজেদের সমস্যা জানাতে পারছেন। পাশাপাশি, পুরপরিষেবার গতি বাড়ানাের পরামর্শও দিতে পারছেন। সেই জন্য, ‘টক টু মেয়র’ পরিষেবায় ফোন করে তাঁরা ধন্যবাদও দিচ্ছেন কলকাতার মহানাগরিককে। ফোনের অন্য প্রান্ত থেকে ওই সব নাগরিকদের দাবি, তাঁরা মেয়রকে ফোনে অভিযোগ জানিয়ে সুরাহা পেয়েছেন।

এদিনও কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান চালুর পনেরাে মিনিটের মধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে চার নাগরিক মেয়রকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। ফোন করে সুরাহা পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন দ্বিতীয় কলার ছিলেন পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বদেশ চক্রবর্তী। দীর্ঘ ১৩ বছর ধরে জমির মিউটেশন করতে না-পেরে, কয়েক সপ্তাহ আগে তিনি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করেছিলেন। তাঁর সমস্যা মিটেছে। এজন্য এদিন স্বদেশ চক্রবর্তী মেয়রকে ধন্যবাদ দেন।

একইভাবে এদিন মেয়রকে ধন্যবাদ জানান পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের পার্থ ভট্টাচার্য। তিনি ধন্যবাদ জানানোর পাশাপাশি মেয়র ‘ফিরহাদের বেশে ভগবান নেমে এসেছেন’ বলেও মন্তব্য করেন। ধন্যবাদ জানানোর তালিকায় নাম তুলিয়েছেন বেহালার ১২১ নম্বর ওয়ার্ডেরই অপর বাসিন্দা বীরেশ দাস। তাঁর পুকুরের আবর্জনা পরিষ্কার করে মাছ চাষের সুযোগ করে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান। অন্যদিকে,পুরসভা ফুটবল প্ৰতিযোগিতা ‘মেয়রস কাপ’ চালু করায় ফিরহাদকে ধন্যবাদ জানান ভবানীপুরের বাসিন্দা সৌমিক দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *