আমাদের ভারত, ২১ ডিসেম্বর: হামলার পরই বড়সড় বদল আনা হলো সংসদের নিরাপত্তায়। লোকসভা ও রাজ্যসভা সহ গোটা সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব পেল সিআইএসএফ। এতদিন পর্যন্ত এই কাজ করতো দিল্লি পুলিশ। তবে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পরেই তাদের সরিয়ে দেওয়া হলো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার থেকে সংসদের নিরাপত্তার দায়িত্ব থাকবে সিআইএসএফের হাতে। তবে ভবনের বাইরে আগের মতই থাকবে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, সংসদ ভবনের অন্দরে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব যেহেতু সিআইএসএফ দেখবে তাই সংসদে কারা প্রবেশাধিকার পাবে সেই সিদ্ধান্তও তারাই নেবে।
জানাগেছে, চলতি সপ্তাহ থেকেই নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফ। তবে সংসদের বাইরে নিরাপত্তার দায়িত্ব আগের মতোই থাকবে দিল্লি পুলিশের। দায়িত্ব পাওয়ার পরেই বৃহস্পতিবার গোটা সংসদ ভবন পর্যবেক্ষণ করেছেন সিআইএসএফের আধিকারিকরা। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ। বুধবার রাতে কর্ণাটকের বাগালকোট থেকে সাই কৃষ্ণ নামে এক যুবককে আটক করা হয়েছে। সাই কৃষ্ণ বাগালকোটার প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে।
পুলিশ সূত্রে খবর, সংসদে হামলাকারী মনোরঞ্জন ডির ঘনিষ্ঠ বন্ধু সাই। তারা একসঙ্গে বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছেন। ইদানিং তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার হয়ে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। বাড়িতে বসেই মনোরঞ্জনদের সাহায্য করার অভিযোগ রয়েছে এই যুবকের বিরুদ্ধে। দিলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।