আমাদের ভারত, ২২ জুলাই: প্রতি বছর কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) জাতীয় প্রাক-সুব্রত কাপের আয়োজন করে। প্রতিটি রাজ্য /অঞ্চল থেকে বিজয়ী স্কুল দলগুলি জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেয়। এটি একাধারে প্রাথমিক পর্যায়ের ফুটবলের মৌলিক প্রতিভা অন্বেষণ কর্মসূচিও।
সোমবার হলো সিআইএসসিই জাতীয় প্রাক-সুব্রত কাপের উদ্বোধনী অনুষ্ঠান। এটি অনুর্ধ্ব-১৭ ছাত্রদের ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সারা ভারতের রাজ্য/অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলি প্রতিনিধিত্ব করছে। এর আয়োজক হাওড়ার রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল। প্রতিযোগিতাটি সারা দেশের ফুটবলের তরুণ প্রতিভাদের একত্রিতকারী জাতীয় ক্রীড়া নির্ঘন্টের একটি উল্লেখযোগ্য বিষয়।
এই বছর এই প্রতিযোগিতার আয়োজনের মুখ্য নেতৃত্বে আছেন রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল ও পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সিআইএসসিই-র আঞ্চলিক সমন্বয়কারী শৈলেশ পান্ডে। প্রতিযোগিতাটি চলবে ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত।
ছত্তিশগড়, কেরালা, মহারাষ্ট্র ও গোয়া অঞ্চল, উত্তর ভারতের অঞ্চল, ওড়িশা, তামিলনাড়ু এবং পুদুচেরি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড অঞ্চল, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চল, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অঞ্চল এবং কর্ণাটক রাজ্যের দলগুলি এই প্রতিযোগিতায় তাদের প্রতিভা দেখাবে।
রাজারহাটের এআইএফএফ ন্যাশানাল সেন্টার অফ এক্সেলেন্স ফুটবল মাঠের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিআইএসসিই-র চেয়ারম্যান ডাঃ জে ইমানুয়েল, চিফ এক্সিকিউটিভ ও সেক্রেটারি ডাঃ যোসেফ ইমানুয়েল, সঙ্গে ছিলেন বিশেষ অতিথি সিআইএসসিই-র ফিনান্স সেক্রেটারি অরিজিত বসু।